দেশে তালেবান সরকার গড়তে দেওয়া হবে না: শিরীন আখতার

২০১৭ সালের ১৮ মে ’হাজীর ভাগনা সাংবাদিক এ বি এম মুসা' সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 04:00 PM
Updated : 13 March 2023, 04:00 PM

নির্বাচন ঘনিয়ে এলেই বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয় বলে অভিযোগ করেছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

ফেনী-১ আসনের সংসদ সদস্য বলেন, “বাংলাদেশে কোনো অসাংবিধানিক সরকার গঠন করতে দেওয়া হবে না। দেশে আর কখনও সামরিক সরকার প্রতিষ্ঠা হবে না। বিএনপি-জামায়াত চক্র দেশে যেন কোনোভাবে তালেবান সরকার গঠন করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সোমবার বিকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ইসলামীয়া বাজার-ঘাটঘর বকশী বাজার সড়কে প্রখ্যাত সাংবাদিক প্রয়াত এ বি এম মুসার নামে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শিরীন আখতার বলেন, “শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে এ নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।”

ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীরের সভাপতিত্বে সেতুর উদ্বোধন অনুষ্ঠানের সমাবেশে আরও বক্তব্য দেন এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-আমিন, ফুলগাজী থানার ওসি মোহাম্মদ হাসিম, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, জাসদ ফেনী জেলা কমিটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ বি এম মুসার মেয়ে মরিয়ম মুসা, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম। ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল হক ভূঁইয়া রাশেদ সভা সঞ্চালনা করেন।

এলজিইডি কর্তৃপক্ষ জানায়, সাংবাদিক আবদুস সালামের দাদা হাজী ফানাউল্লাহর নামে পরিচিত ‘হাজীর ভাগনা’ সেতুটির নতুন নামকরণ হয়েছে ‘হাজীর ভাগনা সংবাদিক এ বি এম মুসা সেতু’ নামে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। ১৪০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে সাত কোটি ১৮ লাখ টাকা।

২০১৭ সালের ১৮ মে ’হাজীর ভাগনা সাংবাদিক এ বি এম মূসা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

সেতুটি নির্মাণের ফলে উপজেলার আমজাদহাট, মুন্সীরহাট ও দরবারপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ সুফল পাবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষি ও মৎস্য খাতে সেতুটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।