ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মনপুর গ্রামের সাত্তার খানের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের রাতে ২৫ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন তারা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদক আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার সেন বলেন, গোপনে মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশ উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামে অভিযান চালান।
এ সময় শুকুর মিয়ার ইটভাটার পশ্চিমপাশে আক্তার মোল্লার বাড়ির উত্তর পাশের কাঁচা রাস্তার উপর থেকে ২৫ কেজি গাঁজাসহ জুয়েল খান ও আব্দুল কুদ্দুসকে আটক করা হয়।
তিনি বলেন, “উদ্ধার করা গাঁজার বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।”
এ সময় আটকদের কাছ থেকে গাঁজা বিক্রির ১০ হাজার টাকাও উদ্ধার করা হয় বলে জানান উত্তম।
বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই মামুন ইসলাম বাদি হয়ে মামলা করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।