হবিগঞ্জে দীর্ঘ ১৪ ঘণ্টা পর কর্মবিরতি থেকে সরে এসেছে পরিবহন শ্রমিকরা।
রোববার রাত ৮টায় জেলা প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয় বলে হবিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান।
হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গনে অ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমিতি।
ফলে রোববার সকাল ৬টা থেকে জেলায় বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতির এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। কেউ কেউ পরিবহন না পেয়ে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এসে আবার ফিরে গেছেন। কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে নিজেদের গন্তব্যে পৌঁছেছেন।
বিষয়টি সমাধানে রোববার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের হলরুমে পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে এক সভা হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ সময় সেখানে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় ছিলেন।
সজিব আলী বলেন, প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে।
আরও পড়ুন: