বগুড়ায় সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
সোনাতলা থানায় মঙ্গলবার বিকেলে এই গৃহবধূ মামলা করেন বলে থানার ওসি জালাল উদ্দিন জানান।
সুজন উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।
মামলার নথি অনুযায়ী, গৃহবধূ দুই সন্তানের মা। তার স্বামী বগুড়া শহরে শ্রমিকের কাজ করেন। স্বামী প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেন। এই সুযোগে সুজন তিন বছর ধরে গৃহবধূকে ধর্ষণ করে আসছেন। ঘটনা ফাঁস না করার জন্য তিনি দলীয় প্রভাব খাটিয়ে হুমকি দিচ্ছিলেন। গত ২৫ জুলাই সুজন তাকে আবার ধর্ষণ করলে তিনি তার স্বামীকে জানান।
সোনাতলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান মামলার খবর পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পুলিশ এখনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি জালাল উদ্দিন।