আহত যাত্রীরা ট্রেনের ইঞ্জিনের সামনে বসেছিলেন বলে জানায় পুলিশ।
Published : 23 Nov 2023, 09:24 PM
গাজীপুর মহানগরীতে ‘অরক্ষিত রেলক্রসিংয়ে’ ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল রেলপথের ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম।
আহতরা ট্রেনের ইঞ্জিনের সামনে বসেছিলেন; তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনা স্থানটি অরক্ষিত জানিয়ে এসআই শহিদুল ইসলাম বলেন, বেলা সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাঁপাই মেইল ভাগলপুর এলাকার পৌঁছলে বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনের সামনে বসা কয়েক যাত্রী আহত হন; যাদের হাত ও পায়ে জখম হয়েছে।
পরে মৌচাক স্টেশনে ট্রেনটি পৌঁছলে আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
মৌচাক রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আহতবস্থায় পাঁচ থেকে ছয়জন যাত্রীকে ট্রেনে থেকে নামিয়ে হাসপাতালে নেয় স্থানীয়রা। দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশের ক্ষতি হয়েছে।
লোকাল ট্রেনে ভিড় বেশি থাকায় বেশ কিছু যাত্রী ট্রেনের সামনে উঠেছিল বলে জানান তিনি।