মানিকগঞ্জের হরিরামপুরে আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে একটি গবাদি পশু।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শফিকুল বলেন, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সাতটি টিনের ঘর পুড়ে যায়।
আগুনে ফসলের ক্ষতি হয়েছে এবং একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানান তিনি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহিদুল মল্লিক, জামাল মল্লিক, ইসলাম মল্লিক ও রাবেয়া বেগমের বসত ঘর ও গোয়াল ঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে।
“আগুনে ক্ষয়ক্ষতি দেখে জামাল মল্লিকের মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আগুনে প্রায় ৭০ মণ ধান ও প্রায় একশো মন পেয়াজ নষ্ট হয়ে গেছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার মতো হবে।”
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আগুনের সময় স্ট্রোক করে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেবে জেলা প্রশাসক।