প্রতি বছরের মত এবারও রাঙামাটিতে উদযাপিত হলো ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’। বুধবার সকালে শহরের পৌর চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ‘আত্মনিয়ন্ত্রাধাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
Published : 09 Aug 2023, 09:49 PM