Published : 07 Apr 2024, 11:49 AM
গাজীপুরে আম বাগান থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে বলে জানিয়েছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান জানান, ওই নারীর আঙুলের ছাপ নিয়ে এনআইডির তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশটি হালুয়াঘাট উপজেলার কোনাপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে মোসা. তাছলিমা খাতুনের (৪৪)।
এর আগে শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার একটি আমবাগান থেকে অজ্ঞাত হিসেবে তার লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, শনিবার সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
“লাশের পরনে ছিল হলুদ রঙের পোশাক, হাতে ছিল চুড়ি। লাশের পাশে একটি হাত ব্যাগ, অল্প কিছু দূরে কালো রঙের বোরকা ও রক্তমাখা একটি ছুরি পাওয়া গেছে।”
লাশটি উদ্ধারের পর পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যায় এবং লাশের আঙুলের ছাপ নেয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহটি।
ওসি আরও জানান, কারা বা কেন তাকে খুন করা হয়েছে তার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলাও করা হয়েছে।
পুরানো খবর