সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় একজনের যাবজ্জীবন

২০২১ সালে পারিবারিক কলহের জেরে লিমাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী সবুজ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 11:48 AM
Updated : 13 Nov 2023, 11:48 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে একজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির সোমবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সবুজ প্রামাণিক (২৬) ওই উপজেলার চালা গ্রামের বাসিন্দা।  

রায়ে যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের জুলাই মাসে উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বকুল প্রামাণিকের মেয়ে লিমা খাতুনকে বিয়ে করেন সবুজ। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত।

এ অবস্থায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে লিমাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন সবুজ। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এরপর সবুজ আদালতে জবানবন্দি দেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচার কাজ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।