আগামী ১৪ নভেম্বর সিটি করপোরেশনের দায়িত্ব নেবেন নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত।
Published : 11 Nov 2023, 11:54 PM
বরিশাল সিটি করপোরেশন মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছেন তার ছোট ভাই আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে আগৈলঝাড়ার সেরাল গ্রামের বাড়িতে যান নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। আগামী ১৪ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
এ নিয়ে আবুল হাসানাতের ছোট ছেলে আশিক আব্দুল্লাহ নিজের ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, “আমাদের সেরালস্থ বাসভবনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে আসেন আমার ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ও চাচাতো ভাই প্রত্যুষ।”
এ বিষয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সহকারী খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছিলাম না। তবে শুনেছি নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত সেরাল বাসভবনে এসেছিলেন।
“তিনি সেখানে আসার পর বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ বের হয়ে তাকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।”
এ সময় আবুল হাসানাতের মেজ ছেলে মঈন আব্দুল্লাহ, ছোট ছেলে আশিক আব্দুল্লাহ ও খোকন সেরনিয়াবাতের ছেলে আবিদুর সেরনিয়াবাত প্রত্যুষ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে খোকন সেরনিয়াবাত সংসদ সদস্যের বাড়িতে গিয়েছিলেন বলে জানান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান।
এর আগে ৯ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন আগেই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তিনি সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে।