ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ছনুয়া ও লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় হাইওয়ে পুলিশ।
Published : 14 Jun 2023, 06:22 PM
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ছনুয়া ও লেমুয়ায় এ ঘটনা ঘটে বলে জানান ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪০) ও চট্টগ্রামের সিটি গেইট এলাকার মোহাম্মদ হানিফের ছেলে আরাফাতুর রহমান (১২)। আরাফাত ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাশেদ খান চৌধুরী বলেন, বুধবার দুপুরে আব্দুর রহিম বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় তার নিজস্ব মোবাইল ফোনের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ছনুয়া টঙ্গীরপাড় এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কভার্ড ভ্যান সজোরে মোটরসাইকলটিকে ধাক্কা দেয়।
“এতে তিনি বাইক থেকে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।”
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
তিনি আরও বলেন, অপরদিকে সকালে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান কুমিল্লার দিকে যাচ্ছিল।পিকআপ চালক মোহাম্মদ হানিফের ছেলে আরাফাতুর বেড়ানোর উদ্দেশ্যে বাবার সঙ্গে পিক-আপে ওঠে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় পৌঁছলে পিকআপটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
ওসি আরও বলেন, এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে পাশের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা আরাফাত নিহত হয়। তার বাবা পিকআপ চালক গুরুতর আহত হন।
পুলিশ জানায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে আহত চালককে এবং তার ছেলের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পৃথক দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।