রাতে বন্ধ হলে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি।
Published : 18 Jan 2024, 09:11 AM
ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি জানান, দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত দেড়টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি।
রাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকে যাওয়ায় ভোগান্তিতে পড়েন গাড়িগুলোর চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা খালেদ নেওয়াজ আরও বলেন, “চলাচল শুরুর পর রাতে নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।”