বাগেরহাটে ভেসে গেছে ৮ হাজার মাছের ঘের

জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, বাগেরহাটে ৭৭ হাজার ৫০০টি মাছের ঘের রয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2022, 04:23 AM
Updated : 15 Sept 2022, 04:23 AM

টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় বাগেরহাটের পাঁচ উপজেলার আট হাজার মাছের ঘের ভেসে গেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে টানা পাঁচদিন ধরে বৃষ্টি ঝরেছে। এ সময় অনেক চাষি ঘেরের পাড়ে মাটি দিয়ে উঁচু করে এবং জাল দিয়েও শেষ পর্যন্ত চিংড়িসহ বিভিন্ন মাছ রক্ষা করতে পারেননি। জেলা মৎস্য বিভাগ বলছে, ঘের ডুবে চাষিদের ছয় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ৭৭ হাজার ৫০০টি মাছের ঘের রয়েছে। আর মাছ চাষের সঙ্গে জড়িত চাষির সংখ্যা ৬২ হাজার।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারের পানিতে মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও সদর উপজেলার আট হাজার মাছের ঘের পানিতে ভেসে গেছে।

“মাছের ঘের ভেসে চাষিদের ছয় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরুপণ করেছি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।”

পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।

তিনি বলেন, কিছুদিন আগে বাগেরহাটের মাছ চাষিরা তীব্র খরায় ক্ষতির মুখে পড়েছিল। বারবার এই জেলার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে ক্ষতি কাটিয়ে উঠতে মৎস বিভাগ থেকে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।