মাছুরা পারভীন জেলায় মেয়েদের জন্য খেলার মাঠের দাবি জানিয়েছেন।
Published : 02 Oct 2022, 05:54 PM
সাফজয়ী মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসন।
রোববার জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের পক্ষ থেকে মাছুরাকে এক লাখ টাকা দেওয়া হয়। একই সঙ্গে তাদের পরিবারকে সব সময় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
জেলা প্রশাসকের অনুষ্ঠানের পর পুলিশ সুপারের কার্যালয়ে মাছুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশনের কর্মকতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই অনুষ্ঠানেই মাছুরা জেলায় মেয়েদের জন্য খেলার মাঠের দাবি জানিয়েছেন।
তার দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মেয়েদের জন্য খেলার মাঠ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে গত ২৪ অক্টোবর সাফজয়ী বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুনকে প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।