চিকিৎসক মিঠুন বলেন, “মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টিহীনতায় জন্ম নেয়। তাদের ইনকিউবেটারে রাখা হয়েছে।
Published : 13 Dec 2023, 04:18 PM
চাঁদপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। এদের মধ্যে এক ছেলে এবং তিন মেয়ে।
বুধবার সকাল ৮টার দিকে শহরের প্রিমিয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচার ছাড়াই চার শিশুর জন্ম হয় বলে জানান ওই হাসপাতালের চিকিৎসক মিঠুন চক্রবর্তী।
গৃহবধূ নিপা সরকার কুমিল্লার ক্ষুদ্র ব্যবসায়ী লিটন সরকারের স্ত্রী।
চিকিৎসক মিঠুন বলেন, “মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টিহীনতায় জন্ম নেয়। শিশুদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইনকিউবেটারে রাখা হয়েছে।”
হাসপাতালের নার্স নমিতা সরকার বলেন, “হাসপাতালে আসার পর নিপাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়।”
নিপা সরকারের চাচি মুক্তা রানী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপার বিয়ে হয়। তাদের আগে কোনো সন্তান নেই। কয়েক মাস যাবত শহরের ঘোষপাড়ায় বাবার বাড়িতে অবস্থান নেয় নিপা।
তিনি আরও বলেন, “একসাথে চার সন্তানের জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা হাসপাতালে ভিড় করছেন।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]