এ ঘটনায় মাদকের মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 26 Jan 2024, 01:47 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার মনতলা সড়কের কালী মন্দিরের সামনে থেকে বৃহস্পতিবার রাতে মো. শরীফ মাহমুদ সুমনকে গ্রেপ্তার করা হয় বলে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান।
গ্রেপ্তার ৪৭ বছর বয়সী সুমন মনতলা এলাকার সাহেব আলীর ছেলে এবং কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে সুমনকে আটক করে পুলিশ। পরে তার শরীর ও বাসায় তল্লাশি করে ৩৫টি ইয়াবা ও ৪৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
সুমনের বিরুদ্ধে মাদকের মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে কলমাকান্দা থানায় এর আগেও চারটি মাদকের মামলা রয়েছে।