জয়পুরহাটে ‘পর্ন ভিডিও’ তৈরির সরঞ্জামসহ আটক ৬

আটকদের কাছ থেকে ছয়টি সিপিইউ, নয়টি হার্ডডিস্ক, ছয়টি মনিটরসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 03:00 PM
Updated : 10 August 2022, 03:00 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পর্ন ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-৫ এর জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানা একথা জানান।

আটকরা হলেন মহাদেবপুরের রাইগা গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন (২৬), অমল মহন্তের ছেলে উজ্জ্বল মহন্ত (২৪), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা (৩২), হরিপুর গ্রামের লুৎফর সরহমানের ছেলে মেহেদি হাসান (৩২), কৃষ্ণপুর গ্রামের প্রয়াত মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০) ও দেশ খিরশিন গ্রামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী (২৫)।

মাসুদ রানা জানান, গত মঙ্গলবার রাতে মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। অভিযানে পর্ন ভিডিও, সেগুলো প্রস্তুত করার কম্পিউটার ও যন্ত্রপাতিসহ ছয়জনকে আটক করা হয়।

“এ সময় তাদের কাছ থেকে ছয়টি সিপিইউ, নয়টি হার্ডডিস্ক, ছয়টি মনিটরসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।”

ওই ক্যাম্পের উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন ধরে পর্ন ভিডিও কারবারের সঙ্গে জড়িত। তারা টাকার বিনিময়ে যুব সমাজ ও উঠতি বয়সী কিশোরদের কাছে ওইসব ভিডিও সরবরাহ করে আসছিল।

ফলে সমাজে ধর্ষণ, যৌন হয়রানি, পরকিয়ার মত সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে র‌্যাবের কাছে অভিযোগ আসে, বলেন তিনি।

আটকদের বুধবার ভোরে মহাদেবপুর থানায় সোপর্দসহ মামলা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।