এ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
Published : 08 Jan 2024, 12:59 AM
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
হরিরামপুর, সিংগাইর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারা রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং সদরের হাটিপাড়া, পুটাইল ও ভাড়ারিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু জয়ী হয়েছেন।
ঘোষিত ফল অনুযায়ী মোট ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২, হাজার ১৩৮ ভোট।
দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ; আর মমতাজ বেগম সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এবার আওয়ামী লীগের মনোনয়নে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেন মমতাজ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, হরিরামপুর উপজেলার ৬৫ কেন্দ্রে নৌকা প্রতীকে মমতাজ বেগম ৩০,৮৬৮ ভোট, আর ট্রাক প্রতীকে দেওয়ান জাহিদ আহমেদ ১৯,০১৫ ভোট পান।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ বসু বলেন, সিংগাইর উপজেলায় ১০১টি কেন্দ্রে মমতাজ বেগম পেয়েছেন ৩৯,৭৮৪ ভোট; আর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ ৬০,৫৩৮ ভোট পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জোবাইদা খাতুন বলেন, সদরের হাটিপাড়া, পুটাইল ও ভাড়ারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম ১১৪৮৬ ভোট, আর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৮৭৫৬ ভোট পেয়েছেন।
এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন আওয়ামী লীগের মমতাজ বেগম, স্বতন্ত্র দেওয়ান সফিউল আরেফিন, স্বতন্ত্র মুশফিকুর রহমান, স্বতন্ত্র শাহাবুদ্দিন আহম্মেদ, স্বতন্ত্র দেওয়ান জাহিদ আহম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম এ নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফেরদৌস আহম্মেদ ও বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন।
বিজয়ী ঘোষণার পর জাহিদ আহম্মেদ সাংবাদিকদের বলেন, “ভোটারদের ভালোবাসাই আমি জয়ী হয়েছি। মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ধল্লা সেতুর টোল মওকুফসহ সংসদীয় আসনের উন্নয়নে কাজ করব।”