কিশোরগঞ্জে মামিকে গলা কেটে হত্যার অভিযোগে ভাগ্নেকে আটক করেছে পুলিশ।
নিহত রোকসানা আক্তার (৩০) জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকার মো. তাইজুলের স্ত্রী।
হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের কাছে শনিবার বেলা ২টার দিকে তাকে হত্যা করা হয় বলে কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ দাউদ জানান।
আটক মামুন মিয়া (৩০) একই এলাকার হারুয়া ক্লাসিক গলির সোহরাব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত রোকসানার স্বামী তাইজুল জেলা শহরের গাইটাল বটতলায় নিজের একটি চায়ের দোকান চালান। দীর্ঘদিন ধরে মামুনের সঙ্গে তাইজুলের পরিবারের বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছে। দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে রোকসানাকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন মামুন।
ঘটনার পরপরই মামুনকে আটক করে পুলিশ। তবে পুলিশ বলতে পারেনি কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।
ওসি বলেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এর সঙ্গে আর কেউ সম্পৃক্ত আছে কিনা জানার জন্য মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।