গাজীপুরে রান্না করতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য জানান, গত শনিবার দুপুরে রান্নাঘরে অগ্নিদগ্ধ হন ওই গৃহবধূ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 05:42 AM
Updated : 5 June 2023, 05:42 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীতে রান্নার সময় অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাদিউল ইসলাম জানান, গত রোববার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থার ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত শেফালী খাতুন (৩৫) বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য হাদিউল ইসলাম জানান, গত শনিবার দুপুরে রান্নাঘরে রান্না করছিলেন শেফালী খাতুন। এক পর্যায়ে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে আগুন নেভায়।

পরে শেফালী খাতুনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।