ময়মনসিংহে ছেলের সঙ্গে এসএসসি পাস করলেন এখলাছ

“ছেলেমেয়েরা লেখাপড়া করছে, স্ত্রীও এসএসসি পাশ। তাই আমি লেখাপড়া করার সিদ্ধান্ত নেই।“

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 02:40 PM
Updated : 28 Nov 2022, 02:40 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাবা ও ছেলে একসঙ্গে এসএসসি পাশ করেছে। 

গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এখলাছ উদ্দীন নয়ন নেত্রকোণার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে জিপিএ ৫ এবং তার ছেলে রাকিবুল হাসান রায়হান গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪.৮৬ পেয়ে পাস করেছে।  

রাকিবুল হাসান রায়হান বলেন, “লেখাপড়ার কোনো বয়স নেই। বাবার সঙ্গে এসএসসি পাশ করে আমি গর্ববোধ করছি। আপনারা দোয়া করবেন আমি যেন একজন প্রকৌশলী হতে পারি।” 

এখলাছ উদ্দীন নয়ন জানান, তিনি ১৯৯৬ সালে এসএসসি পরিক্ষার্থী ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেননি। 

“ছেলেমেয়েরা লেখাপড়া করছে, স্ত্রীও এসএসসি পাশ। তাই আমি লেখাপড়া করার সিদ্ধান্ত নেই। এ বছর এসএসসি পাশ করেছি। এই বছরই কলেজে ভর্তি হব।” 

কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, “নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। তিনি এই বছর জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করায় আমরা গর্বিত।“ 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, “এ ধরনের উদাহরণ সমাজের জন্য খুবই ইতিবাচক। নয়নের এই সফলতা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আমরা তাকে অভিনন্দন জানাই।”  

আরও পড়ুন: 

Also Read: পা দিয়ে লিখে জিপিএ ৫ পেল কুড়িগ্রামের মানিক