উপজেলার হাটখোলা-উচনা এলাকার ২৮১/৩২ পিলারের কাছ থেকে সোনার বারসহ দুজনকে আটক করা হয়েছে।
Published : 29 Mar 2024, 10:00 PM
জয়পুরহাটে প্রায় ২০০ ভরি ওজনের ২০টি সোনার বারসহ দুজন আটক হয়েছেন। যাদের পাচারকারী বলছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, বিকালে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার হাটখোলা-উচনা এলাকার ২৮১/৩২ পিলারের কাছ থেকে সোনার বারসহ দুজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- একই উপজেলার উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।
বিজিবি জানায়, এক দল পাচারকারী ভারতে সোনা পাচারের খবরে ওই সীমান্তের মান্নানের মোড় এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা।
তখন প্রায় ২০০ ভরি ওজনের ২০ সোনার বার, চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ওহাব ও পাপ্পুকে আটক করে ব্যাটালিয়ন দপ্তরে নিয়ে আসা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে আটকদের রাতেই পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।