জাহাজ থেকে বস্তা নামাতে গিয়ে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

নওয়াপাড়া ফায়ার সার্ভিস এবং খুলনার ডুবুরি দল চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 04:03 PM
Updated : 12 March 2023, 04:03 PM

যশোরের অভয়নগরের নওয়াপাড়া বন্দরে জাহাজ থেকে গমের বস্তা নামাতে গিয়ে ভৈরব নদীতে পড়ে এক হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে নওয়াপাড়া নদী বন্দরের মের্সাস চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার।

নিখোঁজ শরিফুল ইসলাম সাগর (৩৫) যশোরের বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তোরাব আলী শিকদারের ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা টিটব শিকদার জানান, এ ঘটনায় বিকাল পর্যন্ত নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি।

নিখোঁজ শ্রমিকের খালাতো ভাই ইসমাইল হোসেন বলেন, এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদীতে পড়ে যান শরিফুল। ডুবুরিরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।

অভয়নগর-নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, নিখোঁজ শরিফুলকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজতে অন্য শ্রমিকদের দিয়ে চেষ্টা চালানো হচ্ছে।