সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের পোশাক পরে চারটি প্রতিষ্ঠানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাস মৃধা জানান।
খবর পেয়ে সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি নজরুল জানান, ওই নৌ-বন্দরে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি ও মটর পরিবহন শ্রমিক সমিতির কার্যালয়ে ডাকাতি হয়।
ডাকাতরা দুই পাহারাদারকে বেঁধে রেখে কার্যালয়গুলোর তালা ভেঙে নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জানান, শুক্রবার গভীর রাতে পুলিশের পোশাক পরিহিত একদল ডাকাত স্পিডবোটে চড়ে বাঘাবাড়ি নৌ-বন্দরে আসে। এ সময় কার্যালয়ে ঢুকে পাহারাদার মোতালেব ও মহর চাঁদকে বেঁধে একটি ঘরে আটকে রাখে; সেখানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে।
ওসি নজরুল ইসলাস মৃধা জানান, এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।