Published : 23 Jun 2023, 05:00 PM
জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা এসেছে ইন্দোনেশিয়া থেকে।
শুক্রবার ভোরে ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি ৪১ দশমিক ০২৭ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে ভিড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।
কয়লার অভাবে ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং ৫ মে অপর ইউনিটটিও বন্ধ হয়ে যায়। পায়রা থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত না হওয়ায় এর প্রভাবে সারাদেশে লোডশেডিং বেড়ে যায়।
একই অবস্থার মধ্যে পড়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং চট্টগ্রামের এসএস পাওয়ার। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসার ১০ দিন পর এসে পৌঁছেছে ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পায়রা বন্দরে ইনারে অ্যাংকর করা এমভি এ্যাথেনা থেকে কয়লা নিয়ে লাইটারেজ জাহাজ বিকেল ৩টায় কেন্দ্রের জেটিতে পৌঁছেছে।
“শনিবার রাত অথবা রোববার সকাল থেকে কেন্দ্রের একটি ইউনিট চালু করা হবে।”
চালুর পর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শাহ মনি জিকো।
দ্বিতীয় ইউনিটটি চালু হতে কয়েকদিন সময় লাগতে পারে জানিয়ে বিদ্যুৎকেন্দ্রের এই কর্মকর্তা আরও বলেন, প্রতিদিন এ কেন্দ্রের দুটি ইউনিট থেকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন ১২ হাজার টন কয়লার প্রয়োজন।