নেত্রকোণার কলমাকান্দায় বাইকের ধাক্কায় এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে বাইকটির চালক আহত হন।
রোববার রাত পৌনে ৮টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা আঞ্চলিক সড়কে উপজেলার পাচুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান।
নিহত কাঠ ব্যবসায়ী ষাটোর্ধ্ব আব্দুর রাজ্জাক পাচুড়া গ্রামের প্রয়াত টিয়াচাঁন মিয়ার ছেলে। আহত চালক রাজন সাহা (২৮) উপজেলার বিশরপাশা গ্রামের প্রয়াত মন্টু সাহার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি আবুল কালাম বলেন, গত রোববার রাতে স্থানীয় বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির ফিরছিলেন আব্দুর রাজ্জাক। ওই সড়কের পাচুড়া ব্রিজের কাছে এসে অটো থেকে নামেন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি বাইক তাকে ধাক্কা দেয়। এতে রাজ্জাক ও বাইকের চালক রাজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। রাজন সাহার অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই আব্দুর রাজ্জাক মারা যান।
ওসি আবুল কালাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]