৪ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ভারতের কুণ্ডপাড়ায় বিএসএফের গুলিতে সাহাবুল নিহত হয় বলে পুলিশ জানায়।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2023, 03:37 PM
Updated : 20 Feb 2023, 03:37 PM

দিনাজপুরের হিলি সীমান্তে গুলি করে হত্যার চার দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার বিকালে হিলি সীমান্তের জিরো পয়েন্টে মরদেহ বিজিবির মাধ্যমে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবির কাছ থেকে মরদেহ পুলিশ গ্রহণ করে বলে হাকিমপুর থানা ওসি আবু ছায়েম মিয়া জানান।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক আইনগত প্রক্রিয়া শেষে দাফন করার জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৫ বছর বয়সী নিহত সাহাবুল ইসলাম বাবু হাকিমপুর পৌর এলাকার ধরন্দা ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারে আট বোনের একমাত্র ভাই ছিলেন তিনি।

Also Read: মারা গেছে আফসোস নেই, লাশ ফেরত দেওয়া হোক: বিএসএফের গুলিতে নিহত বাবুর মা

Also Read: হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের খবর

সাহাবুলের বাবা আবুল হোসেন জানান, মরদেহ হাকিমপুর চারমাথা মোড় সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারতের কুণ্ডপাড়ায় রাত পৌনে ৮টায় বিএসএফের গুলিতে সাহাবুল নিহত হয় বলে পুলিশ জানায়।