জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে বলে সরদপুর থানার ওসি সুব্রত গোলদার জানান।
আটক রেজাউল করিম লিটন (৩৬) সদরপুর উপজেলার ইন্তাজ মোল্লারডাঙ্গী গ্রামের সেক সালাউদ্দিনের ছেলে।
পরে ওই থানার এসআই আরবিকুল ইসলামের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ওসি সুব্রত গোলদার জানায়, লিটনের বসতঘর থেকে ২৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। জব্দ গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
লিটন দীর্ঘদিন ধরে জেলার সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন ও নগরকান্দার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।