এবার মহেশপুর ও জীবননগর সীমান্তে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে সোনার বারগুলো উদ্ধার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 03:47 PM
Updated : 29 Nov 2022, 03:47 PM

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ৯১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির  ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুর উপজেলার যাদবপুর ও জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত এলাকায় মঙ্গলবার পৃথক অভিযান চালানো হয়।

সম্প্রতি যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে কয়েক দফা অভিযানে ৩৯ কেজি সোনা উদ্ধার করা হয়।

শাহিন আজাদ জানান, ভারতে সোনা পাচার হওয়ার গোপন খবর পেয়ে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। বিজিবিকে দেখে চোরাচালকারীরা একটি ব্যাগের ভিতর সোনার বারগুলো ভরে যাদবপুর গ্রামের একটি কলা বাগানে মাটির নিচে পুঁতে রেখে পালিয়ে যায়।

“তারপর বিজিবির টহল দল সোর্সের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ৮৫টি সোনার বার উদ্ধার করে।”

বিজিবি কর্মকর্তা আরও জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিজিবির একটি টহল দল শুকুর আলী নামে এক পাচারকারিকে আটক ও তার কাছ থেকে ৬টি সোনার বার উদ্ধার করে।

বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার ওই সোনার ওজন ১১ কেজি ৭৬৮ গ্রাম এবং মূল্য ১১ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। সোনার বারগুলো ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।