চালক নিয়ন্ত্রণ হারালে ইট বোঝাই ট্রলিটি রাস্তায় উল্টে যায়।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুট্টাগাছ বোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ হারিয়েছে এক শিশু।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উথলী গ্রামের ফার্মগেটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নিহত ৩ বছর বয়সী আলামিন হোসেন একই গ্রামের ডালিম হোসেনের ছেলে।
চেয়ারম্যান আজাদ জানান, সকালে বাড়ির সামনের সড়কে ভুট্টাগাছ বোঝাই একটি পাওয়ার ট্রিলার ট্রলির সঙ্গে ধাক্কা লাগলে শিশু আলামিন গুরুতর আহত হয়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ”
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, “এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”