সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান বলেন, “ওই যুবলীগ নেতা ইজিবাইকে ছিলেন৷ পথে বাহনটির চালকের সঙ্গে তার তর্ক বাঁধে৷”
Published : 25 Jan 2024, 09:30 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইজিবাইক চালকের সঙ্গে তর্কের জেরে স্থানীয় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে৷
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার প্রভাকরদী মাঝেরচর স্ট্যান্ডের সামনে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন৷
নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর নোয়াগাঁও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে৷
তিনি ওই ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান, ইউপির চেয়ারম্যান সামসুল আলম৷
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নজরুল পারিবারিক কাজে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন৷ পথে কোনো একটি বিষয় নিয়ে বাহনটির চালকের সঙ্গে তার তর্ক বাঁধে৷ এর জেরে স্থানীয় অন্য রিকশাচালকরা মিলে নজরুলকে পিটিয়ে গুরুতর আহত করেন।
“আমরা বিকাল পাঁচটার দিকে খবর পেয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার মরদেহ পাই৷ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷”
সোনারগাঁ থানার পরিদর্শক মোহসীন বলেন, “নজরুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি৷ আমি ঘটনাস্থলে আছি৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷”