এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হলেও এ নিয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Published : 26 Dec 2023, 06:00 PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও নৌকার নির্বাচনি প্রচারের সময় বিএনপির সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হলেও এ নিয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব বলেন, “পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার প্রচার চালাচ্ছিলেন। এ সময় বিএনপির লোকজন ওই এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ করছিলেন।
“এক পর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিএনপির লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালায়।”
তার ভাষ্য, “এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ এবং কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।
এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক স্বেচ্ছাসেবকদল নেতা জানান, এ ঘটনার সঙ্গে তাদের লোকজন জড়িত নয়। তারা সবসময় ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি পালন করে আসছেন।
যে কোন উপায়ে মাঠে না নামতে দেওয়ার ‘পরিকল্পনা’ হিসেবে নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছেন, অভিযোগ করেন তিনি।
ওসি মনিরুল বলেন, বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি বিএনপি ঘটিয়েছে কি-না তা নিশ্চিত নন তিনি।
অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।