“এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিচার করলে আবার কিছুদিন পর অবন্তিকার মত অন্য কাউকে আত্মাহুতি দিতে হবে।“
Published : 19 Mar 2024, 03:52 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে ‘নিপীড়নবিরোধী মঞ্চের’ ব্যানারে এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার এই ঘটনাকে শুধুমাত্র আত্নহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে না; এটি একটি হত্যাকাণ্ড। একটি ঘুনে ধরা কাঠামো ব্যবস্থার ফলাফল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ঢাবির নাদির জুনাইদ, জাবির মাহমুদুর জনি, জবির দ্বীন ইসলাম একই সূত্রে গাঁথা।
“এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিচার করলে আবার কিছুদিন পর অবন্তিকার মত অন্য কাউকে আত্মাহুতি দিতে হবে। সুতরাং মুক্তির জন্য এই ঘুনে ধরা কাঠামোকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।” যোগ করেন এ শিক্ষার্থী।
নিপীড়নবিরোধী মঞ্চের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ মেঘ বলেন, "অবন্তিকাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে; যেটাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলা হয়। আজকে এ ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড প্রতিনিয়তই ঘটছে। আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ, নিপীড়নমুক্ত, নির্যাতনমুক্ত ও কাঠামোগত হত্যাকাণ্ডমুক্ত করতে চাই।"
সমাপনী বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী বলেন, "দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। কারণ, শিক্ষক নিয়োগে ক্ষমতাসীন দলের কতিপয় গুণ্ডাদের নিয়োগ দিয়ে পরবর্তীতে তাদেরই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রক্ষকই হয়ে যাচ্ছে ভক্ষক।
“সুতরাং এমন শিক্ষকের দ্বারা এসব ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। অবন্তিকার ক্ষেত্রেও সেরকমটি ঘটেছে। মানববন্ধন থেকে আমরা জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।”
তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের সংস্কৃতি ছিল, আছে এবং থাকবে। ইতোমধ্যে ধর্ষণ, নিপীড়ন ও মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে সফলতাও এসেছে। তবে এই সফলতার ধারা অব্যাহত রাখতে এবং নিপীড়কদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে হাল ছাড়লে চলবে না। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকেত হবে।"
বাংলা বিভাগের শিক্ষার্থী রায়হান রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইমনসহ অন্যরা বক্তব্য দেন।