শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’: বাগেরহাটে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

এ ঘটনায় এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 08:30 AM
Updated : 27 May 2023, 08:30 AM

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বাগেরহাট সদরে সমাবেশ হয়েছে।

শনিবার সকালে শহরের পুরাতন বাজার মোড়ে আওয়ামী লীগের পৌর কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে। তাদের কাছে জনগণ নিরাপদ নয়। আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। বিএনপিকে কোনোভাবেই অরাজকতা করতে দেওয়া হবে না। তারা বিশৃঙ্খলার সৃষ্টি করলে প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, তাঁতী লীগের জেলা সভাপতি তালুকদার আব্দুল বাকি, কৃষক লীগের জেলা সভাপতি আবুল হাশেম শিপন, আওয়ামী লীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর সভাপতি শেখ বশিরুল ইসলাম।

এর আগে আওয়ামী যুবলীগের উদ্যোগে শহরে একটি মোটর শোভাযাত্রা হয়েছে।

গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় রাজশাহীতে তিনটি, নেত্রকোণা, শেরপুর, ফরিদপুর, জামালপুর ও রাজবাড়ীতে একটি করে মোট আটটি মামলা হওয়ার খবর পাওয়া গেছে।