হাই কোর্টের শরণাপন্ন হলে ২৪ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান মুহিবুর। কিন্তু নির্বাচন কমিশন আপিল করায় তার প্রার্থিতা আটকে যায়।
Published : 29 Dec 2023, 04:06 PM
প্রতীক বরাদ্দের দাবিতে সমর্থকদের নিয়ে মানববন্ধনের পর মার্কা পেয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমান।
দুপুরে মানববন্ধনের পর বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ-ওসমানীনগর নিয়ে গঠিত এই আসনে প্রার্থী মুহিবুরকে ট্রাক প্রতীক দেওয়া হয় বলে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান।
বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়। ইসিতে আপিলেও নামঞ্জুর হয় তার মনোনয়ন।
পরে হাই কোর্টের শরণাপন্ন হলে ২৪ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান মুহিবুর। কিন্তু নির্বাচন কমিশন আপিল করায় তার প্রার্থিতা আটকে যায়।
শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি শেখ রাসেল হাসান বলেন, “নির্বাচন কমিশন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে; যার শুনানি ছিল বৃহস্পতিবার। তবে সেটা পিছিয়ে ৩১ ডিসেম্বর নেওয়া হয়েছে।
“হাই কোর্টের রায় বহাল থাকায় উনাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর আপিলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন”, যোগ করেন ডিসি।
মহিবুর বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান। এর আগে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
এবার বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মুহিবুর রহমান ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান মো. ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙল), গণফোরামের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান (উদীয়মান সূর্য)।