দিনাজপুরে জুয়া খেলা থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার কারাদণ্ড

শামীম বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2023, 05:35 PM
Updated : 13 Jan 2023, 05:35 PM

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে।  

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাজারের পূর্বপাশের একটি মাঠে জুয়া খেলার সময় তাদের আটক করা হয় বলে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন (২৭), তার সঙ্গী জোবায়ের হোসেন (২২), মোস্তফা (৩২) ও নুর ইসলাম (২৪)।

ওসি সুমন বলেন, আসর থেকে শামীম ও অন্যদের জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ অদালতের বিচারক বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার তাদের ১০ দিনের কারাদণ্ড দেন।

শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, তারা জেনেছেন, জুয়া খেলার অপরাধে শামীমকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।