ময়মনসিংহে বিলবোর্ডের পিলারে বাসের ধাক্কা, নিহত ৪

নিয়ন্ত্রণহারা বাসটি একটি পিকআপকে ধাক্কা দেয়, তারপর উঠে যায় সড়ক বিভাজকে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 02:28 AM
Updated : 7 Nov 2023, 02:28 AM

ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস সড়কে একটি বাস দুর্ঘটনায় পড়ে চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের শিকারীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ পরিবহনের বাসটি শিকারীকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়।

তাতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। আর বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। আহত ২০ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।