ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ ভোট গ্রহণ শেষের ১৫ মিনিট পূর্বে অনিয়ম ও কারচুপির অভিযোগ নির্বাচন বর্জন করেন।
Published : 08 Jan 2024, 12:36 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ফেনীর তিন আসনের দুটিতে আওয়ামী লীগের নৌকা ও অপরটিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোসাম্মাৎ শাহীনা আক্তার।
এর আগে ভোটের দিন রোববার বিকাল ৫টা থেকে রাতে ১১টা পর্যন্ত ফলাফল এর জন্য শতাধিক গণমাধ্যমকর্মী জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে অবস্থান করলেও জেলার সামগ্রিক ফলাফল ঘোষণা করেননি শাহীনা আক্তার।
পরে গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ করে সম্মেলন কক্ষ থেকে প্রস্থান করে উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের তথ্য সংগ্রহ করেন।
বেসরকারি ফলাফলে ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম এক লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। এ আসনে ১১৫টি কেন্দ্রে ভোটের হার ৪৯.০৩ শতাংশ।
ফেনী-২ (সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী দুই লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৮৫৮ ভোট। এ আসনের ১৪০টি কেন্দ্রে ভোটের হার ৫৬ শতাংশ।
ফেনী-৩ (সোনাগাজী এবং দাগনভুইয়া) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এক লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। এ আসনে ১৪৪টি কেন্দ্রে ভোটের হার ২৯.৮৭ শতাংশ।
তবে রোববার ভোট গ্রহণ শেষের ১৫ মিনিট পূর্বে ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ অনিয়ম ও কারচুপির অভিযোগ নির্বাচন বর্জন করেন।
এর আগে রোববার দুপুরে ফেনী-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) মো. শাহজাহান সাজু। এছাড়া শুক্রবার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র (বাঁশি) আনোয়ারুল কবির ওরফে রিন্টু আনোয়ার।