ট্রাকটি সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
Published : 13 Dec 2023, 11:31 AM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাথরবাহী ট্রাক থেকে দেড় মণের বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাক চালককে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে নাগেশ্বরী সার্কেলের এএসপি কার্যালয়ের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানান নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান।
আটক ট্রাকচালক বিপ্লব মিয়া রংপুরের তাজহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় এসব গাঁজা জব্দ করা হয়।
ট্রাকটি সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ১৭টি পোটলায় এক মণ ২৪ কেজি গাঁজা পাওয়া গেছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি আশিকুর।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]