ওই দুর্ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন; তাদের অবস্থাও আশঙ্কাজনক।
Published : 18 Oct 2022, 06:07 PM
গাজীপুরে একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যানে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে।
মঙ্গলবার সকালে দগ্ধ আল আমিন (২৫) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান বলে আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান।
গত ১৩ অক্টোবর গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যানের কিছু খালি সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। স্থানীয় একটি হাসাপাতাল চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এর মধ্যে গত শুক্রবার মিঠু মিয়ার (২৬) ও সোমবার মো. পারভেজ (৩১) নামে দুজন মারা যান।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই দুর্ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন:
গাজীপুরে কভার্ডভ্যানে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু