ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Published : 13 Oct 2022, 10:13 PM
গাজীপুরে একটি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডে পাঁচ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাজীপুরের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান।
তিনি জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ পাঁচ জনকে প্রথমে গাজীপুরের তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
তাদের মধ্যে মো. আলামিন (২৫), ৬০ শতাংশ আনোয়ারুল ইসলাম (২৭), ৩৫ শতাংশ, সিরাজুল ইসলাম (২৫), ৭০ শতাংশ, মো. পারভেজ (৩৩) ৮৫ শতাংশ এবং মিঠু মিয়া (২৫) ১০০ ভাগ পুড়ে গেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানান, শতাধিক বড় বড় গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান ওই স্টেশনে গ্যাস ভরতে যায়। গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়তে পারেনি।