অগ্নিকাণ্ডে দগ্ধ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Published : 14 Oct 2022, 11:15 AM
গাজীপুরের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারভর্তি কভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে সেখানকার আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান।
মারা যাওয়া ২৬ বছর বয়সী মিঠু মিয়ার বাড়ি মৌলভীবাজার সদরে। আগুনে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তিনি ওই গাড়িতে শ্রমিক হিসাবে কাজ করতেন।
অগ্নিকাণ্ডে দগ্ধ আরও চারজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক আইউব হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল।
গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে গেলে মিঠুসহ পাঁচজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে মো. আলামিনের শরীরের ৬০ শতাংশ, আনোয়ারুল ইসলামের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৭০ শতাংশ এবং মো. পারভেজের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
আরও খবর