পুলিশ জানায়, মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।
Published : 25 Mar 2024, 02:37 PM
যশোরের শার্শা উপজেলায় একজনকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে; এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে বলে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান।
৬২ বছর বয়সি মহিউদ্দিন ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই নিহত মহিউদ্দিনের ছেলে জনিকে (৩০) আটক করেছে পুলিশ।
নিহত মহিউদ্দিনের মেজো ছেলে জাহিদ হাসান বলেন, “মাদকাসক্ত আমার ছোট ভাই জনি নেশার জন্য বাবার কাছে টাকা চায়। আমার বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এর এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। “
জাহিদ হাসান বলেন, “বাবাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে আসলে রোববার রাতেই তিনি মারা যান।”
পরিদর্শক মিলন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে; মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।