আহত হয়েছেন আরও তিনজন, যাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের ধাক্কায় একটি ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চার জন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের দুর্গাপুর খাড়াপড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৪০), আবু সাইদের ছেলে তাওহিদ (৫) এবং একই গ্রামের মো. তারেকের মেয়ে রোজামণি (৬)।
মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কাশেম জানান, সুজানগরের দুর্গাপুর খাড়াপড়া থেকে এক স্বজনের মরদেহ দেখতে সাঁথিয়া উপজেলার শহীদনগর গ্রামে যান ভ্যানের আরোহীরা।
“ফেরার পথে ঢাকা-পাবনা মহাসড়কে কাশীনাথপুর এলাকায় বেঙ্গল মিট কারখানার সামনে ভ্যানটিকে ঢাকাগামী শ্রীলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।”
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন চার জন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।