এর আগে ওই এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিও ভাঙনের শিকার হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা থেকে হত্যা মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাব-১১ নারায়ণঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার রাকিব ওরফে টাইগার (২৫) ফতুল্লা মডেল থানার ইসদাইর বস্তি এলাকার আব্দুল মজিদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে শুক্রবার ইসদাইর রেললাইন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়েছ। পরে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।