শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা দুর্গাপুরের সাদামাটি ও গারো পাহাড় দেখতে যাচ্ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কসবা থানার ওসি মো. মহিউদ্দিন।
নিহতরা হলেন- ট্রাক্টরের চালকের সহকারী (হেলপার) পাভেল মিয়া (১৮) এবং পথচারী দেলোয়ার মিয়া (৩০)।
ওসি মো. মহিউদ্দিন জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
“এ সময় ট্রাক্টরের ধাক্কায় সড়কের পাশে থাকা পথচারী দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান।”
এতে ট্রাক্টরের চালকের সহকারী পাভেল গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মহিউদ্দিন।