Published : 19 Feb 2023, 11:50 PM
নওগাঁ শহরে সম্পত্তির বিরোধে এক ব্যক্তির বাড়ির ফটকে প্রচীর তুলে রাস্তা বন্ধ করেছেন আরেক ভাই।
শহরের দক্ষিণ পার নওগাঁ মহল্লায় এ ঘটনায় এক ভাইয়ের ছেলে রাহুল রায়ের আবেদনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্মাণ কাজ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, বাবার রেখে যাওয়া একটি জমিতে দুইটি বাড়ির মালিক হন দুই ছেলে মনোরঞ্জন রায় ও গোপাল চন্দ্র রায়। মনোরঞ্জন রায় পান সামনের বাসা ও গোপাল চন্দ্র রায় পান পেছনের বাসা। এ অবস্থায় গোপাল রায় তার বাসায় গাড়ি চলাচলের রাস্তা বের করে দিতে বড়ভাই মনোরঞ্জন রায়কে বলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় এ নিয়ে স্থানীয়ভাবে ও নওগাঁ পৌরসভায় বেশ কয়েকবার দেনদরবার হলেও তা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
মামলায় আরও বলা হয়, এ অবস্থায় কোনো প্রতিকার না পেয়ে গত ১২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে বহিরাগত লোকের সহায়তায় জোড়পূর্বক উত্তর পাশের রাস্তা বন্ধ করে দিয়ে গাড়ি চলাচলের রাস্তা বের করে নেন গোপাল রায়।
মনোরঞ্জন রায়ের ছেলে রাহুল রায় বলেন, “ঘটনার সময় বাবা চিকিৎসার জন্য ভারতে ছিলেন। এ অবস্থায় ওই নির্মাণ কাজ বন্ধের জন্য তারা নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখান। বাধ্য হয়ে থানার সহায়তা চাই। কিন্ত এতেও নির্মাণ বন্ধ না হলে পরবর্তীতে আদালতে মামলা করলে আদালত উভয় পক্ষকে নিমার্ণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।”
এ বিষয়ে গোপাল চন্দ্র রায় বলেন, “আমি কারো জায়গা জোড় করে দখল নেইনি বা প্রাচীর নির্মাণ করিনি। ওয়ারিশ মূলে ওই সম্পত্তির মালিক আমি ও আমার ভাই মনোরঞ্জন রায়। আমার বাসা পেছনে পড়ায় আমার গাড়ি যাতায়াতের রাস্তা প্রয়োজন।
“বিষয়টি নিয়ে একাধিকবার দেন দরবার করেও লাভ হয়নি। তাই আমার রাস্তা আমাকে বের করতে হয়েছে। প্রাচীর নির্মাণের ফলে তাদের যাতায়াতের কোনো সমস্য হবে না। বাসায় যাতায়াতের জন্য গ্যারেজের মধ্যে রাস্তা আছে।”
মামলার বাদীর আইনজীবী শুভ্র সাহা জানান, গত রোববার সকালে মনোরঞ্জন রায়ের বাসার প্রধান ফটকের সামনে ইটের প্রচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় সোমবার মনোরঞ্জন রায়ের ছেলে রাহুল রায় বাদী হয়ে ওই নির্মাণ কাজ বন্ধের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় বিবাদী করা হয়েছে গোপাল চন্দ্র রায়, তার স্ত্রী সোমা রাণী রায় ও তাদের ছেলে মানষ রায়কে।
“মামলার শুনানি শেষে আদালত ওই স্থানে নির্মাণ থেকে বিরত থাকতে আদালত নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য ওসি নওগাঁ সদর থানাকে নির্দেশ দেন আদালত।”
নওগাঁ সদর থানার ওসি আহসান বিন ফয়সাল জানান, আদালতের নিদেশে ওইস্থানে আইন শৃঙ্খলা রক্ষা ও সকল প্রকার নির্মাণ কাজ থেকে বিরত থাকার জন্য উভয়পক্ষকে থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।