বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ শফিউর রহমান বলেন, মোট ১১টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়েছে। ছয়টি ক্লিনিকের কারোর লাইসেন্স নেই।
Published : 23 Feb 2024, 01:27 AM
মানসম্মত পরিবেশ ও জনবল এবং সঠিক কাগজপত্র না থাকায় ময়মনসিংহে চারটি বেসরকারি হাসপাতাল সিলগালা এবং দুটি ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার দুপুরে নগরীর চরপাড়া এলাকায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালনো হয়।
এর মধ্যে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।
অন্যদিকে মহানগর ডায়াগনোস্টিক সেন্টার ও মাসুম ডায়াগনোস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দেওয়া হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ শফিউর রহমান বলেন, মোট ১১টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়েছে। ছয়টি ক্লিনিকের কারোর লাইসেন্স নেই।
“একটি ক্লিনিক চালাতে গেলে যে কয়জন চিকিৎসক এবং নার্স দরকার আমরা একটিতেও পাইনি। তাই এই ছয়টি ক্লিনিককে সিলাগালা করতে বাধ্য হয়েছি।
বাকি চারটিকে সাত দিনের মধ্যে কাগজপত্রসহ ক্লিনিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে সতর্ক করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
অভিযানে সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারী সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড় উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]