মাঠ পর্যায়ে পেঁয়াজ চাষে কৃষকের সফলতা দেখতে মেহেরপুরে আসার আহ্বান জানান ওয়াহিদা আক্তার।
Published : 25 Nov 2023, 07:55 PM
গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে আগামী বছর থেকে দ্বিগুণ প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী মাঠে পাঁচ শতাধিক কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাঠ পর্যায়ে কৃষকের সফলতা দেখতে মেহেরপুরে আসার আহ্বান জানিয়ে কৃষি সচিব বলেন, “সংকট নিরসনে এ জেলায় আগাম জাতের নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ উৎপাদনে চাষিরা বড় ভূমিকা রাখছেন। উৎপাদন বৃদ্ধিতে আগামী বছর থেকে দ্বিগুণ প্রণোদনা দেবে সরকার।”
পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ওয়াহিদা আক্তার বলেন, “সংকটের সুযোগকে কাজে লাগিয়ে মূল্য বাড়িয়ে দিচ্ছেন চাষিরা। এতে ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
“এক কেজি পেঁয়াজ উৎপাদনে যেখানে ৩০-৩৫ টাকা খরচ হয়, সেখানে ভোক্তাকে একশ থেকে দেড়শ টাকা দিয়ে বাজার থেকে পেঁয়াজ কিনতে হবে কেন? সরকারকেই বা কেন আমদানি করতে হবে?”
কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক সুজিত সাহা রায়, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহেনাজ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল পাটোয়ারী, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার, পেঁয়াজ চাষি ইদ্রিস আলী।
মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার।