টাঙ্গাইলে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় দুই তরুণের যাবজ্জীবন

তাদের দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2024, 12:02 PM
Updated : 19 March 2024, 12:02 PM

টাঙ্গাইলে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. মাহবুবুর রহমান দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান।

দণ্ডিতরা হলেন- সখীপুর উপজলার সাগর আহমেদ (২১) এবং নাইচ আহমেদ (২১)।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, সাগর ওই উপজেলার ১৩ বছর বয়সি এক স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

২০২২ সালের ২৯ জুন রাতে সাগর তার সহযোগী নাইচ আহমেদকে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যান। পরে ওই ছাত্রীকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তারা।

পরদিন তারা আবার ওই একই স্থানে ডেকে নিয়ে পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী পরিবারকে বলে দিলে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার তাদের দুইজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কুদ্দুস বলেন, এ মামলার আরেক আসামি ফরহাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।